পরিচালকের বাণী
সুপ্রিয় শিক্ষার্থী,
সবুজ শ্যামল আর প্রাকৃতিক বৈচিত্র ঘেরা আমাদের এই দেশ বাংলাদেশ। অবিরাম ধারায় এদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেহারে বেড়ে ওঠেনি কর্মসংস্থানের সুযোগ, ফলশ্রতি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও বেকারত্বের অভিশাপে ভুগতে হয় এদেশের লাখ-লাখ যুব সমাজকে। এ সকল পরিস্থিতি কর্মমুখী শিক্ষার দ্বারা দূর করতে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠেছে নার্সিং কলেজ যেমন ( বি.এস সি , ডিপ্লোমা ও মিডওয়াইফারি) এর মতো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু চূড়ান্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হয় এবং সীমিত আসন ও সঠিক নির্দেশনার অভাবে সন্তোষজনক রেজাল্ট এর অধিকারী হয়েও ভর্তির সুযোগ পেতে পর পর ব্যর্থ হচ্ছে অনেক মেধাবী ছাত্র-ছাত্রীরা এবং ভর্তি যুদ্ধে ছাত্র-ছাত্রীদের সঠিক দিক নির্দেশনায় তাদের মেধার পূর্ণ পরিস্ফুটন ও বিকাশ ঘটিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে ইসলামী নার্সিং ভর্তি কোচিং নিরলস ভ’মিকা পালন করে যাচ্ছে। এই কোচিং গাইড সঠিক নির্দেশনা ও পথ প্রদর্শনে ভূমিকা পালন করে থাকবে।
আমি উক্ত ইসলামী নার্সিং ভর্তি কোচিং এর সূদুর প্রসারী কর্যাণ কামনা করি। তারা সকলেই ইসলামী নার্সিং ভর্তি গাইডটি পড়ে এবং কোচিং করে নিজের এবং মা-বাবার স্বপ্ন পুরণ করবে। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।
প্রতিষ্ঠাতা পরিচালক
ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম
আমাদের স্বাতন্ত্র্য
- পরীক্ষার উত্তর পত্র O.M.R শিটে ডিজিটাল পদ্ধতিতে মূল্যায়ন ও তাৎক্ষণিক ফল প্রকাশ।
- প্রত্যেকদিন অফলাইন ও অনলাইন পরীক্ষার ব্যবস্থা।
- পরীক্ষার ফলাফল মোবাইলে SMS এর মাধ্যমে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জানানো।
- ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারের সকল গাইড, লেকচার শীট ফ্রি।
- সাধারণ জ্ঞান ও ইংরেজী এর প্রতি বিশেষ গুরুত্বারোপ।
- ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ব্যাচের সুব্যবস্থা রয়েছে।
- নিজস্ব জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুতের সুব্যবস্থা।
- শীতাতপ নিয়ন্ত্রিত রুমে ক্লাসের সুব্যবস্থা।
- সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন।
- ঘরে বসেই প্রতিদিনের রেজাল্ট দেখতে পাবে।
ভর্তি কোচিং এর প্রয়োজনীয়তা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভালো রেজাল্ট করা যত না কঠিন তার চেয়ে অনেক কঠিন Nursing এ চান্স পাওয়া। কারণ বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রীর প্রত্যাশা থাকে উচ্চ শিক্ষা গ্রহনের কিন্তু ভর্তিচ্ছুদের তুলনাই আসন স্বল্পতা ছাত্র/ছাত্রীদের মুখোমুখি ভর্তি কোচিং এর প্রয়োজনীয়তা করে দিচ্ছে তীব্র প্রতিযোগীতা। ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ পাঠ্যপুস্তক থেকে ভিন্নরূপ ও টেকনিক্যাল হয়ে থাকে যা একজন শিক্ষার্থীর পক্ষে ব্যতিক্রম অনুশিলন ছাড়া সীমিত সময়ের মধ্যে আয়ত্ত করা সম্ভব হয়ে উঠে না। এ ছাড়া সাধারণত মাধ্যমিক পর্যায়ে ছাত্র/ছাত্রীরাও পুরো সিলেবাস না পড়ে সাজেশন আকারে সীমিত অধ্যায় সম্পর্কে ধারণা নেয় ফলে Conception কখনো Clear থাকে না। কিন্তু ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসের উপর হওয়ায় অনেক ভালো ছাত্রছাত্রীর পক্ষে চান্স পাওয়া সম্ভব হয়ে উঠে না। অনীবার্যভাবে কাঙ্খিত রেজাল্ট অনিশ্চিত হয়ে পড়ে। আর এর যোগ্যতা কেবল মাত্র কেচিং এর মাধ্যমেই অর্জন করা সম্ভব। তাই বর্তমান সময়ে কোচিং এর গুরুত্ব সর্বজন শ্বীকৃত এবং পরিক্ষিত। HSC পরীক্ষার ৩/৪ মাস ছাত্রছাত্রীদের জীবনে অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই স্বল্প সময়ের মাঝে টিকে থাকবে তারাই যারা কৌশলী ও পরিশ্রমী। কৌশল ও পরিশ্রমকে পুঁজি করে ভাল ফলাফলের অধিকারী ছাত্রছাত্রীরা যেমন ভর্তি যুদ্ধে উত্তীর্ণ হয়।
অন্যান্য কোচিং থেকে ইসলামী নার্সিং কোচিং সেন্টার কেন আলাদা
ইসলামী নার্সিং কোচিং সেন্টার একমাত্র কোচিং যেখানে ক্লাস এবং পরীক্ষা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পরিচালকের সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে থাকে। অথচ অন্য সকল প্রতিষ্ঠানে পরিচালক নিজে পড়ান না বরং জুনিয়র শিক্ষক নিয়ে ক্লাস করান। তাই ছাত্র-ছাত্রীরা ক্লাসে তেমন উপকৃত হয় না।
আমরা কেবলমাত্র অভিজ্ঞ শিক্ষক দ্বারা সমস্ত কোর্সের কার্যক্রম পরিচালনা করি। তাই আমাদের পড়ানোর মান সব সময় অন্য সব কোচিং সেন্টারের চেয়ে হাজার গুণ উন্নত থাকে।
আমাদের ভর্তি পরীক্ষায় প্রস্তুতির পাশাপাশি Online Form পুরণ ও Form জমা, জেলা কোটা সম্পর্কিত তথ্য বা পরামর্শ প্রদান ইত্যাদি ব্যাপারে সরাসরি Help করি, যা অন্য কোথাও কেsউ করে না।
এক নজরে ইসলামী নাসিং কোচিং সেন্টার
- ইসলামী নার্সিং কোচিং সেন্টার শুধুমাত্র নার্সিং ভর্তি কোচিং।
- মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও পরিচালক দ্বারা পরিচালিত। পরিচালকগণ নিজেরাই সকল বিষয় এর ক্লাস এবং পরীক্ষা তত্ত্বাবধান করেন।
- অভিজ্ঞ শিক্ষকদ্বারা ক্লাস নেওয়া হয়।
- আমরাই শুধুমাত্র লাল ও সবুজ কালিতে বই দাগিয়ে দেই।
- সর্বাধিক তথ্য ও নির্ভূল নোট প্রদান করা হয়।
- ছাত্র শিক্ষক সম্পর্ক অত্যন্ত সহজ। ফলে খুব সহজে ছাত্র-ছাত্রী সকল সমস্যা সমাধান করে নিতে পারে।
- একাধিক Question Seet এ পরীক্ষা নেয়া হয়।
- প্রতিদিন Class Test MCQ গ্রহণ করা এবং পড়া ধরা হয়।
- অভিজ্ঞ শিক্ষক পড়ান বলে তারা এতই পারদর্শী যে, ছাত্র-ছাত্রীর যে কোনো সমস্যা সাথে সাথে সমাধান করে দিতে পারেন।
- আমরা ছাত্র-ছাত্রীদের Online From Fill-up ও From জমা, জেলা কোটা সম্পর্কিত তথ্য এবং পরামর্শ প্রদান ইত্যাদি ব্যাপারে সরাসরি Help করি।
বিশেষ আকর্ষণ: Special Batch (সম্পূর্ণ ফ্রি)
অভিভাবক সামান্য কম খরচে অন্য কোন কোচিং বা প্রাইভেট প্রোগ্রামে ছাত্র-ছাত্রী ভর্তি করান। কিন্তু একথা স্মরণ রাখা দরকার, একমাত্র ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টার ছাড়া অন্য কোথাও যত কম খরচেই ভর্তি করুন না কেন সেক্ষেত্রে খরচকৃত পুরো টাকাগুলোই শুধু নষ্ট হবে। কেননা ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টার ছাড়া আর কোথাও ভর্তির যথার্থ প্রস্তুতি হয় না। তাই একাধিক কোচিং এ ভর্তি হওয়া কিংবা কনসেশনের প্রচেষ্ঠা না নিয়ে শুধুমাত্র ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারে পড়াশুনা করে প্রস্তুতি নিলেই, ইনশাআল্লাহ্ সফলতা আসবে।
ভাবিয়া করিও কাজ...
প্রিয় বন্ধুরা, SSC/Dakhil ও HSC/Alim পরীক্ষার পর বিভিন্ন কোচিং আজগুবি সব ধারনা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হবে। আর এসব গুজবের বশবর্তী হয়ে প্রতিবছর বেশ কিছু ভাল ছাত্রকে দেখা যায় ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে বেড়াতে, সবশেষে অনুতাপ আর দুঃখ ছাড়া কপালে তাদের কিছুই জোটে না। তাই একটু ভাব তারপর সিদ্ধান্ত নাও।